২০২৩ সালের পুলিশ সাব-ইন্সপেক্টর [স্বাস্থ্য পরীক্ষার] সময়সূচী

বাংলাদেশের লাখো শিক্ষিত যুবকের স্বপ্নের চাকরি বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর(SI) (নিরস্ত্র)। এক দুঃসাহসিক, রোমাঞ্চকর ও নান্দনিক পেশা বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর(SI)। প্রতিবছর বাংলাদেশ পুলিশ এই পদে জনবল নিয়োগ দিয়ে থাকে। ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে জনবল নিয়োগের দুইটি গুরুত্বপূর্ণ ধাপ হলো স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ। ইতোঃমধ্যে ২০২৩ সালের পুলিশ সাব-ইন্সপেক্টর(SI) (নিরস্ত্র) ক্যাডেটদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর প্রশিক্ষণের তারিখ ও সময় ঘোষণা করা হবে।  আমরা এখন প্রশিক্ষণের প্রস্তুতি ও প্রশিক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো।

বাংলাদেশ পুলিশের ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর(SI) (নিরস্ত্র) দের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী প্রকাশ

গত ১৩ অক্টোবর ২০২৩ ইং তারিখ, ২০২৩ সালের বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর(SI) (নিরস্ত্র) দের লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। উক্ত ফলফলে ৯২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত ৯২১ জন ক্যাডেটদের স্বাস্থ্য পরীক্ষার আগামী ১৭ অক্টোবর ২০২৩ ইং তারিখ হতে শুরু হবে। উক্ত স্বাস্থ্য পরীক্ষা, কেন্দ্রীয় পলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর, রোজ মঙ্গলবার দুপুর ১২ঃ৩০ ঘটিকায় উপস্থিত থাকতে হবে। নারী প্রার্থীদের জন্য ২০ অক্টোবর ২০২৩ ইং তারিখ।

২০২৩ সালের পুলিশ সাব-ইন্সপেক্টর(SI) (নিরস্ত্র) ক্যাডেটদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচীঃ

  • স্বাস্থ পরীক্ষা শুরুঃ ২৭ অক্টোবর ২০২৩ থেকে।
  • নারী প্রার্থীদের ক্ষেত্রেঃ ২০ অক্টোবর ২০২৩।
  • স্থানঃ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
  • উপস্থিতির সময়ঃ দুপুর ১২:৩০ ঘটিকা।                                                                                                                                                   

পুলিশ সাব-ইন্সপেক্টর(SI) (নিরস্ত্র) ক্যাডেটদের প্রশিক্ষণের প্রস্তুতিঃ

গৌরবময় কাঙ্ক্ষিত সাব-ইন্সপেক্টর পেশায় সুপারিশ প্রাপ্ত ৯২১ জনকে আন্তরিক ধন্যবাদ। বহুল প্রত্যাশিত এই পেশা শুরু হয় প্রশিক্ষণের মাধ্যমে। গৌরবময় এই পেশায় যোগদান করার শুরুতেই রয়েছে এক বছর মেয়াদী প্রশিক্ষণ। যা বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদ, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ৯২১ জন সাব-ইন্সপেক্টর স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণে যোগদান করবেন। তাই প্রাথমিকভাবে প্রশিক্ষণের প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণে যোগদানের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

  • প্রশিক্ষণের স্থানঃ                  বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদ, রাজশাহী।
  • প্রশিক্ষণের মেয়াদঃ               ১ বছর।
  • প্রশিক্ষণের তারিখ ও সময়ঃ  স্বাস্থ্য পরীক্ষা শেষে জানিয়ে দেওয়া হবে।

প্রশিক্ষণ সম্পর্কে ভুল ধারণা ও প্রশিক্ষণের প্রস্তুতিঃ

প্রশিক্ষণ সম্পর্কে আমাদের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে। প্রশিক্ষণ মানে অনেক কষ্টকর পরিশ্রম। আসলে তা নয়, প্রশিক্ষণ একটি উপভোগ্য কর সময়। ট্রেনিং এ যাওয়ার পূর্বে প্রশিক্ষণের প্রস্তুতি নিলে আর তা হয় না। রাজশাহীর মনমুগ্ধকর পরিবেশ দক্ষ প্রশিক্ষক দ্বারা সুনিপুন প্রশিক্ষণের মাধ্যমে সাব-ইন্সপেক্টরদের যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলা হয়। প্রশিক্ষণের দুটি অংশ একটি হলো শারীরিক কসরত অন্যটি হলো আইন শিক্ষা। কায়িক পরিশ্রম না থাকার কারণে অনেকেরই শারীরিক কসরতে শুরুতে একটু মানিয়ে নিতে অসুবিদা হয়।

তবে প্রশিক্ষণে যাওয়ার পূর্বে কয়েক দিন দৌড় ও হালকা ব্যায়াম করে প্রশিক্ষণের প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন সকালে বিকালে ৩০ মিনিট করে দৌড় ও হালকা ব্যায়াম করতে হবে। এতে প্রশিক্ষণ সহজে উপভোগ্য কর হবে। প্রশিক্ষণের মাঠ ও মাঠের পরিবেশ প্রশিক্ষণের জন্য ক্যাডেটদের প্রশিক্ষণে উৎসাহ যোগাবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে স্বপ্নের পেশা পুলিশের কর্মকর্তা হিসেবে যাত্রা শুরু হবে।