প্রথমবারের মত যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যৌথ আয়োজনে আমেরিকা অঞ্চলে আয়োজন করা হয় আইসিসি পুরুষ t20 বিশ্বকাপ ২০২৪। গত ১ জুন ২০২৪ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় এই টুর্নামেন্টের। আমেরিকার ঢালাস অঙ্গরাজ্যের গ্রান্ড ফারারি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আয়োজনকারী দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডাকে সাত উইকেটে পরাজিত করে। ০১ জুন ২০২৪ তারিখে শুরু হওয়ার টুর্নামেন্টটি ২৯ জুন ২০২৪ তারিখ জমজমাট পূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
আইসিসি পুরুষ t20 টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ২০২৪
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ এ অনুষ্ঠিত হচ্ছে আইসিসি পুরুষ t20 বিশ্বকাপের নবমতম আসর । আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট পূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার মহেন্দ্রক্ষণের সময় দ্রুতই ঘনিয়ে আসছে। সারা বিশ্বের টি-টোয়েন্টি সেরা ২০ টি দলের মধ্যে বাছাই পর্ব, গ্রুপ পর্ব ও সেমি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পর দুটি যোগ্যদল এই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এশিয়ার পরাশক্তি ভারত ও আফ্রিকার পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। ব্রিজটাউন বারবাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়াম মুখিয়ে আছে সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। ২৯ জন ২০২৪ বাংলাদেশ সময় রাত ৮:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে আইসিসি পুরুষ t20 বিশ্বকাপ ২০২৪ এর শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আইসিসি পুরুষ t20 টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দিতাকারী দল
t20 বিশ্বকাপের নবমতম আসরের শিরোপার দৌড়ে এগিয়ে দলগুলোর মধ্যে অন্যতম দুটি দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত বরাবরই শিরোপা প্রত্যাশী হলেও দক্ষিণ আফ্রিকা ও দুরন্ত খেলে শিরোপার দাবি জানায়। তাই প্রত্যাশিতভাবেই ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দিতা করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে একটি ম্যাচ পরিত্যক্ত ছাড়া কোন ম্যাচ না হারা ভারত সেমিফাইনলে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড কে পরাজিত করে যোগ্য দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে টুর্নামেন্টের সম্পূর্ণ অপরাজিতা থাকা দল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে আফগানিস্তানকে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ভারত সেমি ফাইনালে ছিল প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর সাউথ আফ্রিকা পুরো টুর্নামেন্টে দুরন্ত খেলতে থাকা আফগানিস্তানকে ৯ উইকেট এর বিশাল ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকেট অর্জন করে। শিরোপা প্রত্যাশী দুটি দলই লড়াই করে শিরোপা জিততে মুখিয়ে আছে।
পুরুষ t20 টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সময়সূচি
আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৪ এর জমজমাট পূর্ন আয়োজন ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ জন ২০২৪ তারিখ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ ঘটিকায়। প্রথমবারের মতো চোকার অপবাধ থেকে মুক্ত পাওয়া সাউথ আফ্রিকা ও তৃতীয় শিরোপা অর্জন করার লক্ষ্যে ভারত লড়বে উক্ত ফাইনাল ম্যাচে।
পুরুষ t20 টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ভেনু
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ আয়োজন ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল ম্যাচটি আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বারবাডোজের কেনসিংটন ওভাল স্টেডিয়াম। ১৮৮২ সালে ক্রিকেট মাঠ হিসেবে যাত্রা শুরু করা স্টেডিয়াম টি ওয়েস্ট ইন্ডিজের বারবার রাজধানী ব্রিজটাউনে অবস্থিত। ১১ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম টি সাজবে আজ রঙ্গিন সাজে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবমতম আসরের বিশ্ব চ্যাম্পিয়ন দল নির্ধারণ হবে এই মাঠ থেকেই। বারবাডোজের এই কেনসিংটন ওভাল স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জয়ী দলের হাতে শিরোপা দেওয়ার মাধ্যমেই সমাপ্ত হবে আইসিসি পুরো টি২০ বিশ্বকাপ ২০২৪।
লাইভ খেলা দেখা যাবে যেভাবে
বিশ্বকাপ আমেজে মেতেছে সারা বিশ্ব। সারা বিশ্বের হাজার হাজার চ্যানেলে দেখা যাবে আজকের ফাইনাল ম্যাচটি। সুপার স্পোর্টস, স্পাই স্পোর্টস, টেন স্পোর্টস, সনি, টি স্পোর্টস, নাগরিক টিবি সহ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে খেলাটির সরাসরি সম্প্রচার হবে।বিভিন্ন অনলাইন স্পোর্টস টিভি চ্যানেলের খেলাটি সম্প্রচার হবে। কোরিয়ান টিভি এপ স্কাই স্পোর্টস এপ সহ বিভিন্ন অনলাইনে এফ এ খেলাটি সরাসরি দেখা যাবে।