১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ। শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ(NTRCA) কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন করা যাবে 9 নভেম্বর থেকে। আবেদন চলবে 30 শে নভেম্বর পর্যন্ত। আধা-সরকারি, এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য এই এনটিআরসিএর এই আবেদন করা হয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইতোমধ্যে 17 তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ভাইভা পরীক্ষার তারিখের অপেক্ষায় আছে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা। এইচএসসি পাশেও থাকছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদনের সুযোইয়। আসুন এখান থেকে জেনে নেই কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সকল বিস্তারিত তথ্য।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি
NTRCA- ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময়সূচী
অদ্য ০৪/ ১১/ ২০২৩ ইং তারিখ রোজ শনিবার, 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করে এনটিআরসিএ(NTRCA) কর্তৃপক্ষ। ০৯/১১/২০২৩ ইং তারিখ আবেদন শুরু হয়ে চলবে ৩০/ ১১/ ২০২৩ ইং তারিখ পর্যন্ত।
১। আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ৯ নভেম্বর 2023 তারিখ সকাল 9 টা।
২। আবেদন শেষের তারিখ ও সময়ঃ ৩০ নভেম্বর 2023 তারিখ রাত ১২ টা।
৩। আবেদনের ফিঃ ৩৫০ টাকা।
৪। অনলাইনে আবেদনঃ http: //ntrca.teletalk.com.bd/
18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের ধরন
স্কুল পর্যায়ে-১ঃ স্কুল পর্যায়ে- ১ এ রয়েছে সহকারী শিক্ষক, সহকারী মৌলভী, প্রদর্শক, ইবতেদায়ী প্রধান, অ্যাথলেটিক শিক্ষকদের পদ। স্কুল পর্যায়ে- ১ এ আবেদন করতে ক্লিক করুন।
স্কুল পর্যায়ে-২ঃ স্কুল পর্যায়ে-২ এ রয়েছে জুনিয়র মৌলভী, জুনিয়র টিচার (সাধারণ), ট্রেড ইন্সট্রাক্টর, এবতেদায়ী পাঠকের পদ। স্কুল পর্যায়ে- ২ এ আবেদন করতে ক্লিক করুন।
কলেজ পর্যায়ঃ প্রভাষক, প্রশিক্ষক (নন টেকনিক্যাল), প্রশিক্ষক (কারিগরি) পদ। কলেজ পর্যায়ে- ২ এ আবেদন করতে ক্লিক করুন।
NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন করবেন যেভাবে
18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনলাইনে আবেদন করতে হলে নিচের নির্দেশনাগুলো মেনে চলুন
১। প্রথমে http:// ntrca.teletalk.com.bd/ntrca-new এই ওয়েবসাইটে ঢুকুন। এটি এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইটে। একটি প্রধান মেনু পাবেন যা আবেদন সংক্রান্ত সকল তথ্য প্রদান করে।
২। আবেদনপত্র ডাউনলোড করুন এবং তার সঠিকভাবে পূরণ করুন। অত্যন্ত গুরুত্বের সহিত এবং সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। নিয়োগ বিজ্ঞপ্তি টিও ডাউনলোড করে রাখুন সঠিক নির্দেশনার জন্য।
৩। আবেদন সম্পন্ন হলে তা সঠিক সময়ের মধ্যে সাবমিট করুন।
৪। আপনার আবেদন প্রক্রিয়াজাতকরণের পর এটি সম্পূর্ণ হবে। তারপর একটি আবেদন কপি পাবেন যেটি সংরক্ষণে রাখবেন পরীক্ষার জন্য।
এনটিআরসি এর 18 তম শিক্ষক নিবন্ধনের জন্য এসএমএস এর মাধ্যমে ফি জমাদান
মাত্র দুটি এসএমএস টেলিটক সিম থেকে পাঠিয়ে আপনি আবেদনটি জমা দিতে পারবেন সহজেই। 18 তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতে উক্ত এসএমএস সম্পর্কে সুন্দরভাবে বলা আছে। চলুন তা জেনে নেই।
১ম ধাপ: NTRCA <space> User ID পাঠাতে হবে 16222 নম্বরে
Example: NTRCA XJFT9NGK পাঠান 16222 নম্বরে।
এসএমএস পাঠানোর পর আপনাকে একটি পিরতি এসএমএস দেওয়া দেওয়া হবে। যেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। সেটি সংরক্ষণ করবেন পরবর্তী এসএমএস এর জন্য।
২য় ধাপ: NTRCA <space> Yes <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে
Example: NTRCA YES ৫৪৬২৮ পাঠান 16222 নম্বরে।