[ফলাফল প্রকাশ] বাংলাদেশ পুলিশ এর ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)

রোমাঞ্চকর ও গৌরবময় পেশা বাংলাদেশ পুলিশ। লাখো তরুনের স্বপ্ন বাংলাদেশ পুলিশের ক্যাডেট (SI) সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে যোগদান করা। প্রতিবছরই বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে জনবল নিয়ে থাকে। বরাবরের ন্যায় ২০২৩ সালের ক্যাডেটদের (SI)  (নিরস্ত্র)  ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পরীক্ষায় দেশের লাখো লাখো শিক্ষার্থী অংশগ্রহণ করে তার মধ্যে প্রাথমিক বাছাই শেষে লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং পরে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা গ্রহণ কোড়া হয়।

বাংলাদেশ পুলিশ এর ক্যাডেট (SI) সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার। আমাদের পেইজে দ্রুত ফলাফল প্রকাশ করা হয়। ১৩ অক্টোবর ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার অপরাহ্ণে বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়েভসাইট এ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রাথমিকভাবে সুপারিশকৃত ৯২১ জন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার আনুঠিত হবে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফল

ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের লক্ষ্যে অনেকদিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। পরবর্তীতে প্রাথমিক বাছাই পর্ব সেরে লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় সর্বমোট ৯২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। ইতঃমধ্যে উক্ত জনবল নিয়োগের লক্ষ্যে প্রথমে প্রাথমিক বাছাই পর্ব সেরে লিখিত ও বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করে বাংলাদেশ পুলিশে।

চূড়ান্ত ভাবে নির্বাচিত ৯২১ জন ক্যাডেট (SI) (নিরস্ত্র) গনের স্বাস্থ্য পরীক্ষার আগামী ১৭ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার হতে কেন্দ্রীয় পলিশ হাস্পাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর যোগদান পত্র পাবে।বাংলাদেশ পুলিশে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফল রোল নম্বর (মেধার ভিত্তিতে নহে)।

ক্যাডেট (SI) সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) এর ফলাফল

পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর দের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও স্থান

ক্যাডেট এস আই দের (নিরস্ত্র) লিখিত এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় নির্বাচিত ৯২১ জনকে আন্তরিখ অভিনন্দন। যা ১৩ অক্টোবর ২০২৩ ইং তারিখ প্রকাশিত হয়। আপনাদের এই নির্বাচনই শেষ নয় স্বাস্থ্য পরীক্ষাও রয়েছ। আগামী ১৭ অক্টোবর ২০২৩ থেকে কেন্দ্রীয় পলিশ হাস্পাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য পরীক্ষার তারিখঃ ১৭ অক্টোবর ২০২৩ ইং।

স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে ৯২১ জন চূড়ান্তভাবে নির্বাচিত এস আই ক্যাডেট । এই স্বপ্ন পূরণে স্বাস্থ্য পরীক্ষাই শেষ নয়। সামনে রয়েছে আরেক ধাপ প্রশিক্ষণ। বাংলাদেশ পুলিশ একাডেমিতে দেওয়া হবে এইপ্রশিক্ষণ। দক্ষ প্রশিক্ষক ও নিয়ন্ত্রক দ্বারা খুব সফল ও সুনিপুণভাবে তৈরি করা হয় পুলিশের এস আই ক্যাডেটদের। ২০২৩ ব্যাচের ৯২১ জন ক্যাডেটদের পরবর্তী লক্ষ এই রোমাঞ্চকর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা । সফলভাবে প্রশিক্ষণ শেষেই মিলবে কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ পুলিশ পেশায় যোগদান করা।