ইতোঃমধ্যে ১৮ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত লিখিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের NTRCA কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে। আগামী ১২ ও ১৩ জুলাই রোজ শুক্রবার ও শনিবার, ১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার দিন নির্ধারন করে এনটিআরসিএ কর্তৃপক্ষ। গত ২৭ মে এক লিখিত নোটিশ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিতের তারিখ ও সময়সূচি
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩ এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। গত ২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার স্কুল-২ ও স্কুল পর্যায় এবং এবং আগামী ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে রোজ শনিবার কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হইবে। উভয় পরীক্ষাই সকাল ৯:০০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১২:০০ ঘটিকায় শেষ হবে।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি।
পরীক্ষার তারিখ
স্কুল-২ ও স্কুল পর্যায়: ১২ জুলাই ২০২৪।
কলেজ পর্যায়: ১৩ জুলাই ২০২৪।
পরীক্ষার দিন ও সময়
স্কুল-২ ও স্কুল পর্যায়: শুক্রবার, সকাল ৯ঃ০০ ঘটিকা হইতে দুপুর ১২ঃ০০ ঘটিকা।
কলেজ পর্যায়: শনিবার, সকাল ৯ঃ০০ ঘটিকা হইতে দুপুর ১২ঃ০০ ঘটিকা।

সাধারণত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের সাথে সাথেই লিখিত পরীক্ষার তারিখ ঘোষিত হয়। তার এক মাস পরে লিখিত পরীক্ষার নেওয়া হয়। কিন্তু বর্তমানে পূর্বের তুলনায় শিক্ষার্থী অনেক বেশি হওয়ার কারণে আগের তুলনায় অনেক বেশি পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন হয়। পাশাপাশি অন্যান্য চাকরির পরীক্ষা থাকার কারণে কেন্দ্র জটিলতায় পড়তে হয়। বিভিন্ন জটিলতার কারণে লিখিত পরীক্ষার গ্রহণের তারিখ প্রকাশ করতে বিলম্ব হয়। অবশেষে গত ২৭ মে লিখিত পরীক্ষার তারিখ ঘোষিত হয়।
১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা।
গত ১৫ মার্চ ২০২৪ তারিখে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৮ লক্ষ ৬৫ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। তন্মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেন মোট ১৩ লক্ষ ৪০ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ১৫ মে ২০২৪ তারিখ। উক্ত ফলাফলে স্কুল-২ পর্যায়ে মোট ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে দুই লক্ষ ২১ হাজার ৬২৫ জন এবং কলেজ পর্যায়ে ২ লক্ষ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লক্ষ ৭৯ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হার ৩৫.৮০% যা বিগত পরীক্ষাগুলোর মধ্যে সর্বোচ্চ।
১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সারসংক্ষেপ
মোট আবেদনকারী পরীক্ষার্থী: ১৮,৬৫,৭১৯ জন।
পরীক্ষা অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী: ১৩,৪০,৮৩৩ জন।
উত্তীর্ণ শিক্ষার্থী
স্কুল-২ পর্যায়: ২৯৫১৬ জন।
স্কুল পর্যায়: ২,২১,৬৫২ জন।
কলেজ পর্যায়: ২,২৮,৮১৩ জন।
সর্ব মোট উত্তীর্ণ পরীক্ষার্থী: ৪,৭৯,৯৮১ জন।
পাশের হার: ৩৮.৮০%।
তিনটি পর্যায়ে সর্বমোট- ৪,৭৯,৯৮১ জন পরীক্ষার্থী আগামী ১২ ও ১৩ জুলাই ২০২৪ ইং তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মধ্যে পরীক্ষার কেন্দ্রের উল্লেখ থাকবে।