ব্যাংকার্স সিলেকশন কমিটি জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের প্রিলিমিনারি [MCQ ] পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। আগামী ২৭ অক্টোবর ২০২৩ ইং তারিখ উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে । ইতোমধ্যে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি মোটামুটি সেরে ফেলেছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলছে বিগত সালের প্রশ্ন সমাধান ও শেষ প্রস্তুতি। শেষ মুহূর্তের সাজেশনের পেতে আপনি সঠিক পেইজে এসেছেন। সবার আগে সঠিক সঠিক প্রশ্ন সমাধান পাবেন আমাদের এখানে।
প্রতি বছরই ব্যাংকের বিভিন্ন পদে জনবল নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংকার্স সিলেকশন কমিটি। ২০২৩ সালেও জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়। আগামী .২৭ অক্টোবর ২০২৩ ইং তারিখ সকাল ১০ঃ০০-১১ঃ০০ ঘটিতিকা অনুষ্ঠিত হবে ১ ঘন্টা ব্যাপি প্রিলিমিনারি পরীক্ষা।
ব্যাংকের পরীক্ষা গুলো তিনটি ধাপের সম্পন্ন হয়। প্রথমে ১০০ নাম্বেরের প্রিলিমিনারি পরীক্ষা। উক্ত পরীক্ষায় উত্তীর্ণি হলে ২০০ নাম্বেরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষে ২০০ নাম্বেরের মৌখিক পরীক্ষার ফেস করতে হয়। মৌখিক পরীক্ষা শেষে, লিখিত মৌখিক পরীক্ষার নাম্বারের সমন্বয়ে মেধাতালিকা প্রকাশ করা হয়। তাই ব্যাংকের চাকরি পেতে হলে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজ, গণিত ও সাধারণ জ্ঞান এই ৪টি অংশ থেকে প্রশ্ন আসে। প্রিলিমিনারি পরীক্ষা ভালো করতে হলে এই ৪টি অংশে ভালো প্রস্তুতি নিতে হয়। এই ৪টি অংশে ভালো করতে হলে বিগত সালের প্রশ্ন দেখে প্রশ্ন সমাধান করেস ভালো প্রস্তুতি নিতে হবে। বিগত সালের প্রশ্ন গুলো দেখে প্রাথমিকভাবে আপনাকে প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হবে। অতঃপর প্রশ্ন সমাধান করে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবে
প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য নাম্বার বন্টন
- বাংলা ১৬ টি প্রশ্ন
- ইংরেজি ২০ টি প্রশ্ন
- গণিত ২৪ টি প্রশ্ন
- সাধারণ জ্ঞান ২০ টি প্রশ্ন
- সর্বমোট 80 টি প্রশ্ন থাকে
- সময় ১ ঘণ্টা।
বিগত সালের প্রশ্নের সমাধান
বাংলা
১) ‘সাত ঘাটের কানাকড়ি’ প্রবাদ বচন টির অর্থ কি?
ক) কপট মমতা খ) বড় রকমের ক্ষতি করা গ) ঘোর শত্রুতা ঘ) অকিঞ্চিৎকর সংগ্রহ উঃ ঘ
২) অডি কি?
ক) কোরাস গান খ) গাথা কাহিনী গ) খন্ড কবিতা ঘ) শোক কবিতা উঃ ক
৩) ‘অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে’ পঙক্তিটির স্রষ্টা
ক) সুধীন্দ্রনাথ দত্ত খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) বুদ্ধদেব বসু ঘ) জিবনানন্দ দাশ উঃ ক
English
1) ‘The’ article is use before:
a) China b) Indonesia c) Malaysia d) Philippines Ans: D
2) Antonym of the word ‘resolute’ is
a) persevering b) steadfast c) unyielding d) vacillating Ans: D
3) What is the meaning of the phrase ‘carry the day’?
a) busy all day b) free all day c) win d) loss Ans: C
Math
1) 40% of 200 is what percent of 160?
a) 20 b) 80 c) 60 d) 50 Ans: D
2) What is the value of ‘n’ if(8-3)(8-n) = 40?
a) -3 b) 8 c) 0 d) -5 Ans: C
3) When 4 is added to 1/2 of a number ,the result is 14. What is the number?
a) 20 b) 21 c) 27 d) 35 Ans: A
General Knowledge
1) Contact lenses are made from:
a) Polystyrene b) Polyvinyl Chloride c) Teflon d) Lucite Ans: B
2) The currency museum of Bangladesh was established in the year …..
a) 1997 b) 2008 c) 2009 d) 2011 Ans: C
3) The term ACARS is related to
a) Airplane b) Space Shuttle c) Ship d) Bank Ans: A