ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর প্রাইজমানি ও পুরস্কার

আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ এর প্রাইজমানি ঘোষণা করেছে। সর্বমোট ১০ মিলিয়ন ইউএস ডলারের প্রাইজ মানি ঘোষণা করে আইসিসি। যা টাকার অংকে বর্তমান ডলারের রেট অনুযায়ী প্রায় ১১৫কোটি টাকা। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্বকাপ নিয়ে অনুষ্ঠিত সভায় এই পুরস্কার ঘোষণা করে আইসিসি। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই রয়েছে এই পুরস্কার। বিশ্বকাপে কোয়ালিফাই করার পর গ্রুপ পর্বের ম্যাচ, জয় নকআউট পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলে পুরস্কার ঘোষণা করা হয়।

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ায়।ক্রিকেটের বিশ্বসেরার এই আসর অনুষ্ঠিত হচ্ছে ১০ টি দল নিয়ে। দুইটি ধাপে এই দশটি দল নির্বাচন করা হয়। কোয়ালিফাইং বা বাছাইপর্ব থেকে আসে দুইটি দল। অন্য দলগুলো আসে আইসিসি রেংকিং এর শীর্ষ থেকে। রেংকিং এর শীর্ষে থাকা আটটি দল সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করে। রেংকিং এর ৯ থেকে নিচের শাড়ি দলগুলো নিয়ে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। রেংকিং এর দলগুলো নিজেদের মধ্যে খেলে সেম্পিওন ও রানারআপ দুইটি দল আছে মূল পর্বে। বাছাই পর্ব থেকে আসা দুটি দল ও রেংকিং এর শীর্ষে আটটি দল এই দশটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৩ বিশ্বকাপ।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দল সমূহ

ইতোমধ্যে 2023ক্রিকেট বিশ্বকাপের মহারথ  শুরু হয়ে গিয়েছে ভারতে। ভারত বিশ্বকাপের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০ টি দল। শ্রীলংকা ও নেদারল্যান্ড বাছাই পর্ব খেলে এসেছে।

  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. শ্রীলংকা
  5. আফগানিস্তান
  6. ইংল্যান্ড
  7. সাউথ আফ্রিকা
  8. অস্ট্রেলিয়া
  9. নেদারল্যান্ড
  10. নিউজিল্যান্ড

আই সি সি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের জন্য পুরস্কার ঘোষণা করেছে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের মতো। পূর্ণ ১০ মিলিয়ন ইউএস ডলার দিবে বিভিন্ন ক্যাটাগরিতে। ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের প্রাইজ মানি ছাড়িয়ে গেছে অন্য সকল আসরকে। পাঁচটি ধাপে ঘোষণা করা হয় এই পুরস্কার। মূল পর্বে অংশগ্রহণ করে মোট ১০ টি দল।

কোন দল কত পাবে এই ক্রিকেট বিশ্বকাপে

অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের জন্যই রয়েছে পুরস্কার। যদি লিগ পর্বে একটি ম্যাচ না জিতে তবুও সেই দলের জন্য রয়েছে একলক্ষ ইউ এস ডলার। লীগ পড়বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য রয়েছে ৪০০০০ ইউ এস ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ৮ লাখ ডলার করে। ফাইনালে হারা রানার অবদল পাবে ২০ লক্ষ ইউ এস ডলার। বিশ্বকাপ জয়ী ফাইনাল টিম দল পাবে ৪০ লক্ষ ইউ এস ডলার।

বাংলা টাকায় ফাইনালিস্ট দল পাবে প্রায় ৪৬ কোটি টাকা। রানার অফ দলের পুরস্কার হিসেবে রয়েছে প্রায় ২৩ কোটি টাকা। প্রায় ৯ কোটি ২০ লাখ করে পাবে সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো। লীগ রাউন্ডে কোন ম্যাচ না জেতা দলগুলো পাবে ১ কোটি ১৫ লক্ষ টাকা। লিক রাউন্ডে প্রতিটি ম্যাচ জয়ের জন্য রয়েছে ৪৬ লক্ষ টাকা। টাকার হিসাবটি বর্তমান বাজার ডলার রেট এর উপর নির্ভর করা। ডলারের বাজার মূল্য টাকায় উঠানামা হতে পারে।  সে ক্ষেত্রে টাকায় পুরস্কারের মূল্য কম বেশি হতে পারে।

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে

অবস্থানদলপুরস্কার মূল্য
(মার্কিন ডলারে)
চ্যাম্পিয়ন$৪,০০০,০০০
রানার-আপ$২,০০০,০০০
সেমিফাইনালে পরাজিত$১,৬০০,০০০
(প্রতিটি দল $৮০০‌,০০০ করে)
রাউন্ড-রবিন পর্বে বিদায়$৬০০,০০০
(প্রতিটি দল $১০০‌,০০০ করে)

এছাড়াও রাউন্ড-রবিন পর্বে প্রতি ম্যাচের জয়ী দলের জন্য অতিরিক্ত $৪০,০০০ করে বরাদ্দ করা হয়।

 

তথ্য সংগ্রহে উইকিপিডিয়া