আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ প্রতিযোগিতার ১৩ তম আসরএটি। ৫ অক্টোবর ২০২৩ ইন তারিখের শুরু হয়ে শেষ হবে ১৯ নভেম্বর ২০২৩। ভারতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের চতুর্থ তম আসর এটি। সর্বশেষ ২০১১ সালে আইসিসির ইভেন্টটি আয়োজন করেছিল ভারত। সহযোগী দেশ হিসেবে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তা। সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ভারত। ২০১৯ সালে অনুষ্ঠিত সর্বশেষ আইসিসি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল হয় ইংল্যান্ড।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর প্রেক্ষাপট
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর ১৩ তম আসরটি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড -19 মহামারীর কারণে আসরটি পিছিয়ে দেওয়া হয়। বিগত আসল গুলোর ন্যায় এবারও আসরটি সম্পূর্ণ তত্ত্বাবধানে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ভারতে অনুষ্ঠিত গত আসরটি যৌথভাবে আয়োজন করলেও এবার এককভাবে আয়োজন করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথের কারণে শুরুতে পাকিস্তান আসতে না করে। পরিশেষে নিরাপত্তা নিশ্চিত হলে পাকিস্তান ভারতে অনুষ্ঠিত ও টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
ক্রিকেট বিশ্বকাপ 2023 অংশগ্রহণকারী দল সমূহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল নির্বাচনে এবার রেখেছে একটু ভিন্নতা। পূর্বের বিশ্বকাপ আসরগুলতে সরাসরি অংশগ্রহণকারী দল নির্ধারণের জন্য দলসমূহের র্যাংকিং ব্যবহার করা হত। কিন্ত এই আসরে সেটি পরিত্যাগ করা হয়। ভারতে অনুষ্ঠিত এই আসরে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। স্বাগতিক দল হিসেবে সরাসরি অংশগ্রহণ করবে ভারত। ২০২০-২০২৩ এই সালের মধ্যে আইসিসি সুপার লিগ অনুষ্ঠিত হয়। সুপার লিগের অংশগ্রহণকারী ১৩ টি দলের মধ্যে বাকি সাতটি দল সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করবে। বাকি পাঁচটি দল অংশগ্রহণ করবে বাছাই পর্বে। যেখানে আরও অংশগ্রহণ করবে ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ টুর্নামেন্টের সেরা তিনটি দল।
চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সেরা দুটি দল মূল টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা লাভ করে। মূল টুর্নামেন্টে উত্তীর্ণ হতে পারার আগেই চূড়ান্ত বাছাই পর্বে থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দুটি বিশ্বকাপ জয়ী দল ছাড়া। আজ অব্দি ক্রিকেট বিশ্বকাপের একমাত্র আসর যেখানে ওয়েস্ট ইন্ডিজ উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। চূড়ান্ত বাছাই টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে স্কটল্যান্ডকে পরাজিত করে একমাত্র সহযোগী সদস্য দল হিসেবে মূল টুর্নামেন্টে স্থান লাভ করে নেদারল্যান্ডস।
- ভারত
- বাংলাদেশ
- পাকিস্থান
- শ্রীলঙ্কা
- অস্ট্রেলিয়া
- দক্ষিণ আফ্রিকা
- নিউজিল্যান্ড
- ইংল্যান্ড
- নেদারল্যান্ডস
- আফগানিস্থান
ক্রিকেট বিশ্বকাপ 2023 এর ভেন্যু
2023 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ সমূহ 10 টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেনুতে মোট পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের বিভিন্ন প্রদেশের দশটি ভেন্যুর অবস্থান। প্রতিটি ভেন্যুর বা মাঠের বাউন্ডারির পরিসীমা নির্ধারণ করা হয়েছে ৭০ মিটার এর কাছাকাছি। ভেন্যুগুলো নিম্নরূপঃ
ভেন্যুর নাম | শহর | দর্শক ধারণক্ষমতা | অনুষ্ঠিত ম্যাচ সংখ্যা |
নরেন্দ্র মোদী স্টেডিয়াম | আহমেদাবাদ | ১৩২০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ (ফাইনালসহ) |
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | বেঙ্গালুরু | ৪০০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
এম এ চিদম্বরম স্টেডিয়াম; | চেন্নাই | ৫০০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
অরুণ জেটলি স্টেডিয়াম; ১০।পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম; ৩৭, ৪০৬ জন। | দিল্লী | ৪১৮৪২ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা | ধর্মশালা | ২৩০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট | হায়দ্রাবাদ | ৫৫০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
ইডেন গার্ডেন্স স্টেডিয়াম | কলকাতা | ৬৬০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম | লখনউ | ৫০০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
ওয়াংখেড়ে স্টেডিয়াম | মুম্বাই | ৩২০০০ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম | পুনে | ৩৭, ৪০৬ জন। | ম্যাচ সংখ্যাঃ ৫ |
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সময় ও সূচিপত্র
ভারত বিশ্বকাপের ম্যাচগুলো প্রতিটি ভেনুতে আলাদা আলাদা সময় শুরু হবে। 2023 বিশ্বকাপ ম্যাচ গুলো ৫ অক্টোবর ২০২৩ ইং তারিখের শুরু হবে। ১৯ নভেম্বর ২০২৩ ইং তারিখে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে।